Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা ---স্বপন যদি মধুর এমন কলমে----সুখেন্দু ঘোড়ই তারিখ ----১৪/০৬/২০২৩ 
"স্বপ্ন" তুমি বলতে পারো কোথায় তোমার ঘর?  থাকো হৃদে গাঁথা হ'য়ে জুড়ে থাকো অন্তর। চেহারা তোমার কেমন বলো রামধনু কি রঙ?  সবার কাছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা ---স্বপন যদি মধুর এমন 

কলমে----সুখেন্দু ঘোড়ই 

তারিখ ----১৪/০৬/২০২৩ 


"স্বপ্ন" তুমি বলতে পারো কোথায় তোমার ঘর?  

থাকো হৃদে গাঁথা হ'য়ে জুড়ে থাকো অন্তর। 

চেহারা তোমার কেমন বলো রামধনু কি রঙ?  

সবার কাছে একই রূপ নাকি হরেক রকম! 

সবার কাছে থাকো তুমি সদাই অস্থির চঞ্চল? 

নাকি সঠিক চিন্তনে থাকো সামর্থ্য অর্জনে  অবিচল!  

মনেও কি আছে ঋতু তোমার হৃদিপ্রকৃতির মাঝে? 

শয়ন শিয়রে দেখা দাও তুমি মনোমোহিনী সাজে!  

জীবন আছে তুমি নাই এমনতো আর হয়না - 

তোমার সুখে সুখী মনে হয় দুঃখেতে যন্ত্রণা। 

তুমিযে মোর প্রিয় সাথী তুমি মোর ভালোবাসা - 

তোমার সোপানে করি ভর আসে যায় আলোআশা। 

তুমিযে মোর মনের রাজা আমি তোমার প্রজা - 

অযথা যদি রাজা হতে চাই দিও মোরে সাজা। 

কাঙ্খিত মোর বাসনা যত পূরণ করো শাসনে 

রেখোনা মোরে আর অনাদরে দিবারাত্র গাত্র শয়নে। 

তুমিযে মোর মাতৃসম করো ধন্য আশীষ দানে -

মধুর এমন তুমি যদি হওনা যতোই কল্পনে।