বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকহিন্দু ধর্মের অন্যতম উৎসব হল রথযাত্রা। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সঙ্গে তমলুক মহকুমা জুড়ে ঐতিহ্যের পরম্পরা রক্ষা করতে দেখা গেল বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবারের রথযাত্রা। তমলুক মহকুমার মধ্যে এবারের…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
হিন্দু ধর্মের অন্যতম উৎসব হল রথযাত্রা। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সঙ্গে তমলুক মহকুমা জুড়ে ঐতিহ্যের পরম্পরা রক্ষা করতে দেখা গেল বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবারের রথযাত্রা। তমলুক মহকুমার মধ্যে এবারের মূল আকর্ষণ ছিল মেচেদার ইসকন মন্দিরের রথযাত্রা। জগন্নাথ বলরাম সুভদ্রার রশ্মিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভক্তবৃন্দের উদ্দেশ্যে বার্তা দিলেন সনাতনী ধর্মকে রক্ষা করার। পাঁচ হাজার বছর সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যকে রক্ষা করার ডাক দিলেন। হাজার হাজার ভক্তবৃন্দের কাছে আবেদন বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার জন্য অশুভ শক্তিকে বিনাশ করে সামনের পথে এগিয়ে যেতে। মেচেদা ছাড়া ডিমারির আড়াইশো বছরের রথযাত্রা, ময়নার ৫০০ বছরের রথযাত্রা এ বছর ও তাদেরঐতিহ্যের পরম্পরা বজায় রেখেছে। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের চিমুটিয়ার রথযাত্রার সূচনা হয় সকাল থেকে যজ্ঞের মাধ্যমে। বিকেলের দিকে অসংখ্য ভক্তবৃন্দের মাঝে শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পূর্ণ হয় বলে জানান রথযাত্রা কমিটির অন্যতম কর্ণধার তাপস মাইতি রাসবিহারী মাইতি ও দীপক মাইতি। কোলাঘাটের রাধামাধবের রথযাত্রা থেকে শুরু করে সিদ্ধা ২ অঞ্চলের শ্রীকৃষ্ণপুর এর রথযাত্রা ভক্ত সমাগমের দিক দিয়ে বিশেষ দাবী রাখে এবারে।