Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক শহরে অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

তমলুক শহরে অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের।
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে বাদামতলা এলাকায় তাম্রলিপ্ত পৌর…


তমলুক শহরে অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের।


পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে বাদামতলা এলাকায় তাম্রলিপ্ত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অতি প্রাচীন একটি জলাশয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ঐ পুকুরটি মহিষাদল রাজাদের ছিল। পরবর্তী ক্ষেত্রে মহিষাদলের রাজাদের হাত থেকে তমলুকের এক বাসিন্দার নামে হস্তান্তর হয়। পুকুর লাগোয়া বেশ কয়েকটি বাড়ি রয়েছে। যারা ওই পুকুরটি ব্যবহার করে এবং ওই এলাকার মানুষ ওই পুকুরটি ব্যবহার করে। এর আগেও ওই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোন ব্যক্তি। কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায়। শনিবার রাতে কেউ বা কারা মেশিন ভ্যানে করে মাটি এনে গভীর রাতে কুকুর ভরাট করতে শুরু করে। এলাকাবাসীরা বাইরে বেরিয়ে এলে তারা পালিয়ে যায়। 

তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়

এলাকাবাসীরা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাহলে তো পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, বিষয়টি এখনো আমার নজরে আসেনি।

তমলুক শহরের মধ্যে এভাবে পুকুর ভরাট করা যায় না। যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।