তমলুকঃ রাজ্য কমিটির নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার ৪৩ জন তৃণমূল নেতৃত্বদের বহিষ্কারের ঘোষনা করলেন জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। বৃহস্পতিবার তমলুকে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তমলুকের বিধায়ক তথা…
তমলুকঃ রাজ্য কমিটির নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার ৪৩ জন তৃণমূল নেতৃত্বদের বহিষ্কারের ঘোষনা করলেন জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। বৃহস্পতিবার তমলুকে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আসন্ন পঞ্চায়েত ভোটে দলে থেকে যারা নির্দলে প্রার্থী হয়েছেন তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য কমিটির নির্দেশ মতো বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার ১১ টি পঞ্চায়েত সমিতির মোট ৪৩ জনকে বহিষ্কার করা হলো। নন্দীগ্রাম বঙ্গ জননী কমিটির ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম-২ ব্লকের সদস্য সঞ্চিতা প্রধান দে, আফসানা বিবি, এবং শেখ কাজীহার সহমর ৪৩ জনকে বহিষ্কার করা হয়। যতক্ষণ না রাজ্য কমিটির নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন দলিয় পদে থাকা ৪৩ জনকে বহিষ্কার করা হলো। দলে থেকে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ময়দানে নামায় দল তাদের বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ৪৩ জনের মধ্যে বেশি বহিষ্কার হওয়া পঞ্চায়েত সমিতি গুলো হলো নন্দকুমার, নন্দীগ্রাম,তমলুক, ময়না ও কোলাঘাট।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করা থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দেয়। টিকিট না পেয়ে অনেকেই নির্দলে প্রার্থী হয়েছিলেন। দল তাদের মনোনয়নপত্র পত্যাহার করে নিতে বললে অনেকেই তা করেনি। রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দলের পদে থেকে যারা নির্দলে প্রার্থী হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। রাজ্য কমিটির নির্দেশ মতো বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের বহিস্কৃত নেতৃত্বদের তালিকা প্রকাশ করেন জেলা সভাপতি।।