🙏🙏 অম্বুবাচি 🙏🙏
কলমে,,, মিঠু ভট্টাচাৰ্য🙏🙏🙏🙏🙏🙏কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি,ধরিত্রী মা হন রজবতী মানতে হবে রীতি নীতি।মঠ মন্দির বন্ধ খাজে ঢাকা থাকে মাতৃ মুখ,যোগী সন্ন্যাসি বিধবাগন পালন করেন,না করে ভুল চুক।…
🙏🙏 অম্বুবাচি 🙏🙏
কলমে,,, মিঠু ভট্টাচাৰ্য
🙏🙏🙏🙏🙏🙏
কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি,
ধরিত্রী মা হন রজবতী মানতে হবে রীতি নীতি।
মঠ মন্দির বন্ধ খাজে ঢাকা থাকে মাতৃ মুখ,
যোগী সন্ন্যাসি বিধবাগন পালন করেন,না করে ভুল চুক।
ফলাহারে থাকেন তারা অরন্ধন পালন,
আগের দিনের রান্না তিনদিন ভোজন।
অমাবতী নাম এর অনেক লোককথায়,
আসাম কামাখ্যা ওড়িশায় পালিত হয় এমন ব্রতগাথায়।
আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র কালে পালন,
রক্তবস্ত্র দান হয় কামাখ্যা ধামে অতি যতন।
মাঙ্গলিক কাজ কৃষিকর্ম হয় যেন নিষিদ্ধ,
ধরিত্রী মা হন ঋতুমতী, হল কর্ষণ গর্হিত।
দেশ দেশান্ত হতে ভক্ত আসেন কামাখ্যাধামে,
প্রণতি মা প্রণতি ধরা অম্বুবাচির নামে। 🙏🙏🙏🙏🙏🙏🙏