নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... মেদিনীপুর ইসকনের উদ্যোগে এই প্রথম বারের জন্য অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব ।এই উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে রথের মেলা।
এই মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন অনুষ্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... মেদিনীপুর ইসকনের উদ্যোগে এই প্রথম বারের জন্য অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব ।এই উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে রথের মেলা।
এই মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক কর্মসূচি। শুক্রবার সন্ধ্যায় প্যান্ডেল ভর্তি দর্শকের সামনে,এই উৎসবের অন্যতম কর্মকর্তা মধুকেশব দাশের বিশেষ উদ্যোগে সুস্মিতা রায়ের নাট্যরূপে মেদিনীপুরের নবগঠিত নাট্যদল 'তরুণ থিয়েটার' মঞ্চস্থ করলো নাটক "জগন্নাথের মহাপ্রসাদ"। মাত্র দিনকয়েকের অনুশীলনে নাটকটি সূচারুভাবে মঞ্চস্থ করতে পেরে খুশি তরুণ থিয়েটারের সভাপতি সুরজিৎ সেন, সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু, সদস্য তারাপদ দে সহ অন্যান্যরা।
আগামীদিনে "প্রভুপাদ" এর কাহিনী নিয়ে একটি নাটক লেখা ও মঞ্চস্থ করার দায়িত্ব তরুণ থিয়েটারের সভাপতি নাট্যকার সুরজিৎ সেনকে ,ইসকনের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান মেদিনীপুর ইসকনের অন্যতম কর্মকতা মধুকেশব দাস ওরফে মলয় রায়।