বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাপূর্ব মেদিনীপুর জেলার মেচেদা সাহিত্য একাডেমির নতুন প্রয়াস কবিতার একক ও সমন্বিত উচ্চারণ। রবিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদায় এক ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মনের আনন্দ প্রাণের মুক্তি কে সম্বল ক…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা সাহিত্য একাডেমির নতুন প্রয়াস কবিতার একক ও সমন্বিত উচ্চারণ। রবিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদায় এক ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মনের আনন্দ প্রাণের মুক্তি কে সম্বল করে শব্দগত ভাব, অর্থ ,ব্যঞ্জনকে যথাসম্ভব শ্রুতি মধুর করে শ্রোতাদের কাছে তুলে ধরা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যতম কবি প্রশান্ত শেখর ভৌমিক, অশোক কুমার দিয়ান, বিভাস সুর, মুনমুন বেরা, সাহিত্য একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন অনিল সামন্ত, আব্দুল মান্নান।