নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...বঙ্গ রঙ্গমঞ্চের দেড়শো বছর উদযাপন কমিটির উদ্যোগে সম্প্রতি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো আন্তঃ বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা।চারদিন ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মেদিনীপুর শহরের মোট সাতটি বিদ্যাল…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...
বঙ্গ রঙ্গমঞ্চের দেড়শো বছর উদযাপন কমিটির উদ্যোগে সম্প্রতি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো আন্তঃ বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা।চারদিন ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মেদিনীপুর শহরের মোট সাতটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। নাটক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বিভাগ, ইংরেজি মাধ্যম উচ্চ-বিদ্যালয় রয়্যাল অ্যাকাডেমি এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ(বালক)। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে রয়েল একাডেমীর ছাত্র অনিরূদ্ধ মজুমদার। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাগরিকা সিং। শ্রেষ্ঠ সহ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিয়াশ চক্রবর্তী। সেরা সহ অভিনেতা নির্বাচিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্র রাহুল ভকত।শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষাকা শ্রাবনী মিদ্যা ও মৌ বর্মণ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অমিয় পাল,শেলি মন্ডল ও সিদ্ধার্থ সাঁতরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর সৌরভ বসু,রয়েল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলাই, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উৎসবে কমিটির পক্ষে উপস্থিত ছিলেন দুলাল আঢ্য, রবিশঙ্কর বসু, বিপ্লব ভট্টাচার্য্য, আলোকবরণ মাইতি,প্রণব চক্রবর্তী,প্রদীপ দাস,বিমল গুড়িয়া সুব্রত রায়,পার্থ মুখোপাধ্যায় পিনাকী মজুমদার ,প্রদীপ বসু সহ অন্যান্যরা।প্রততিযোগিতার নাটক বাদেও দুটি আমন্ত্রণ মূলক নাটক মঞ্চস্থ হয়।
"একটি অবাস্তব গল্প" নাটকটি মঞ্চস্থ করেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা আর "ভাড়াটে চাই" নাটকটি মঞ্চস্থ করেন কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগীদের উৎসাহিত করতে নাটকের দিনগুলোতে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সূচনার দিন অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব প্রতীক দে।