Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - অণুগল্পশিরোনাম - ভাবনার ভরাডুবি কলমে - গৌতম তরফদারশব্দসংখ্যা - ২৫০তারিখ - ২২.০৭.২০২৩
          চড়া রোদ্দুর উপেক্ষা করে হন্ হন্ করে হেঁটে চলেছে ঝল্লিকা দত্ত ঘর্মাক্ত শরীরে। মাথায় আগুন জ্বলছে। তিয়াস বিশ্বা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - অণুগল্প

শিরোনাম - ভাবনার ভরাডুবি 

কলমে - গৌতম তরফদার

শব্দসংখ্যা - ২৫০

তারিখ - ২২.০৭.২০২৩


          চড়া রোদ্দুর উপেক্ষা করে হন্ হন্ করে হেঁটে চলেছে ঝল্লিকা দত্ত ঘর্মাক্ত শরীরে। মাথায় আগুন জ্বলছে। তিয়াস বিশ্বাসের সাথে তার বছর দুয়েকের সম্পর্ক। নিজের পরিবার, সমাজ...  সবকিছুকে একইরকম অপেক্ষা করেই দক্ষিণ কোলকাতায় একটা ফ্লাট ভাড়া করে 'লিভ টুগেদার' এর তকমা নিয়ে একত্রে আছে। যদিও দু'জনে আলাদা-আলাদা ঘরেই থাকে। দু'জনেই দুই বেসরকারি সংস্থায় কাজ করে। বিয়ে-থা করার কথা তিয়াস বললেও ঝল্লিকা ঝামেলা ভেবেই বারবার এড়িয়ে গেছে।

গত কয়েকদিন ধরেই দু'জনের মধ্যে মন-কষাকষি, ঝগড়াঝাঁটি অব্যাহত। কোরেলি কর্মকার নামে এক নতুন কর্মচারী তিয়াসের অফিসে জয়েন করেছে। অশান্তি তাকে ঘিরেই।

[  ] ঝল্লিকার কানেকানে কেউ বলেছে যে তিয়াস আর কোরেলিকে মাঝেই মাঝেই অফিস ক্যান্টিনে একসাথে দেখা যাচ্ছে। ব্যস্, ওতেই জ্বলেছে ঝল্লিকা। আগুপিছু খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি ঝল্লিকা। ঝাঁপিয়ে পড়েছে তিয়াসের উপর। 


            গত যৌথ আক্রমণে কেঁদে ফেলল ঝল্লিকা।  ঘরে ফেরেনি তিয়াস। ফোন বন্ধ। সারারাত ছটফট করেছে ঝল্লিকা। ওর অফিস খুলতেই ছুটে গেছে। তিয়াস অফিসে নেই। ১০ দিনের ছুটি নিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। খোঁজ নিয়ে জানল গত দু'দিন ধরে কোরেলিও অফিস আসছে না।


            এবার সত্যই ভয় পেল ঝল্লিকা।  তাহলে কী তিয়াস কোরেলির সাথেই.....। আপন অনুভূতি ঠারেঠোরে বুঝিয়ে দিল তিয়াসকে সে কতটা ভালোবাসে!


            তিনদিনের মাথায়, বলা নেই - কওয়া নেই, তিয়াসের আর ঝল্লিকার মা-বাবা একযোগে ওদের ফ্লাটে এসে হাজির। ঝিল্লিকা অবাক! তিয়াসের উদ্যোগে আজ ওদের রেজিস্ট্রি বিয়ে। সকাল এগারোটায় ম্যারেজ রেজিস্টার ফ্লাটেই আসবেন। তিয়াস চটজলদি আয়োজনে ব্যস্ত। আর অন্যদিকে দু'জনের অফিসের কয়েকজন কাছের সহকর্মীগণকে

পূর্ব নির্ধারিত হোটেলে হাজির করানোর দায়িত্ব 

তিয়াসের সেই দূর সম্পর্কের বোন কোরেলির উপরই। তিয়াসের চেষ্টাচরিত্রেই ওখানে ওর চাকরি।


           ঝল্লিকা থ। একদিকে তিয়াসের ভালোবাসা, অন্যদিকে সন্দেহের বোকামি.....  এই যৌথ আক্রমণে কেঁদে ফেলল ঝল্লিকা।

 

______//  বুদ্ধুরাম