সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ- মায়ার জালে বাঁধা✍ সঞ্জয় কুমার পালতারিখঃ- ২২/০৭/২০২৩ ইংরেজী। *****************************এ পৃথিবীর রঙ্গশালায় চলছে, নানা রঙের খেলা,খেলার ঘোরে মজে সবাই কাটিয়ে দেই বেলা।
আমার অমুক আমার তমুক থাকি ব্যস্ত …
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতাঃ- মায়ার জালে বাঁধা
✍ সঞ্জয় কুমার পাল
তারিখঃ- ২২/০৭/২০২৩ ইংরেজী।
*****************************
এ পৃথিবীর রঙ্গশালায়
চলছে, নানা রঙের খেলা,
খেলার ঘোরে মজে সবাই
কাটিয়ে দেই বেলা।
আমার অমুক আমার তমুক
থাকি ব্যস্ত তাদের নিয়ে,
কেমন করে তুষ্ট রাখবো
কি যে তাদের দিয়ে!
আসলে তো কেউ কারো নয়
দিন ফুরালে ঠুস,
এ কথাটা ক'জন ভাবি
হয়না কারো হুঁশ!
পরের জায়গা পরের জমি
আমি জমিদার,
বানাই তাতে দালানগৃহ
তাতেই আহার-বিহার।
যে জন মোদের পাঠিয়েছে
তারে গেলাম ভুলি,
মন আনন্দে সুখের মোহে
এদিক-ওদিকে চলি!
নিজেকে নিয়েই মাতামাতি
নিজের সুখটাই খুঁজি
একটাবারও ভাবিনা আছে কি
খেয়া পারের পুঁজি!
আমরা হলাম বোকার হদ্দ
বুদ্ধি থাকতেও গাধা,
বুঝতে চাইনা কেউ কারো নই
শুধুই, মায়ার জালে বাঁধা।
***********