Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

🌧️ বর্ষারানী 🌧️ কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

🌧️ বর্ষারানী 🌧️কলমে,, মিঠু ভট্টাচাৰ্য 
বর্ষারানী সজল শ্যামল সবুজ বনানী কোনে 💚রিমঝিম ঘেরা বনবীথিকা এমনি ভাদর সনে। 💚গর্জনে মেঘ বিজলী চমকে ঘনঘটা এই ছায়া 💚গোঠেতে রাখাল ঘরে ফেরে ত্বরা সিক্ত তনু ছায়া। 💚মত্ত দাদুরি পেখমে নৃত্য ময়ূ…


 🌧️ বর্ষারানী 🌧️

কলমে,, মিঠু ভট্টাচাৰ্য 


বর্ষারানী সজল শ্যামল সবুজ বনানী কোনে 💚

রিমঝিম ঘেরা বনবীথিকা এমনি ভাদর সনে। 💚

গর্জনে মেঘ বিজলী চমকে ঘনঘটা এই ছায়া 💚

গোঠেতে রাখাল ঘরে ফেরে ত্বরা সিক্ত তনু ছায়া। 💚

মত্ত দাদুরি পেখমে নৃত্য ময়ূর কেকা ডাকে,

স্নিগ্ধ সতেজ জল থৈ থৈ নিপবীথি টির ফাঁকে। 💚

আকুল বিরহী উদাসী মন টি হয় যে পাগলপারা,

প্রেমিক য্ক্ষ পত্র পাঠায়ে প্রেমিক আপনহারা। 💚

এমনি বর্ষা নবঘন রেশ কবির লেখনী ধরে,

লিখে যাই শুধু মন কেমনের স্মৃতির পথ টি ধরে। 💚