ভারতের চন্দ্র অভিযান🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
( আও তুমহে চাঁদ পে লে চলে )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
চাঁদের দেশে চড়কাবুড়ি পাড়ি দিলাম মোরা,
ভারতবর্ষ পাঠাল ছন্দ যানের ঝোড়া।
বিশ্বে হলো চতুর্থ স্থান রকেট উঠক্ষেপনে,
আমেরিকা রাশিয়া চীন আছে তারা…
মিঠু ভট্টাচার্য |
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
( আও তুমহে চাঁদ পে লে চলে )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
চাঁদের দেশে চড়কাবুড়ি পাড়ি দিলাম মোরা,
ভারতবর্ষ পাঠাল ছন্দ যানের ঝোড়া।
বিশ্বে হলো চতুর্থ স্থান রকেট উঠক্ষেপনে,
আমেরিকা রাশিয়া চীন আছে তারা তিন এ।
২০০৮ এর ৮ নভেম্বর PSLV রকেট,
চন্দ্র যানের উঠক্ষেপন ভারত বর্ষের সকেট।
চারদিকে চক্কর কাটে চাঁদের অক্ষ পথে,
জলের খোঁজ পেলো ভারত এমনটাই বটে।
কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন অভিযানের প্রধান,
আমেরিকা জার্মানি বুলগেরিয়ার যন্ত্র যান।
২০১৯ ২০ শে অগাস্ট চাঁদের দেশে পাড়ি,
অন্ধ্রর সতীশ ধাওয়ান মহাকাশ ক্ষেত্র প্রসারি।
চাঁদের দক্ষিন মেরুতে কথা ছিল অবতরণ,
বিক্রম, রোভার ধ্বংস হয় বিনাশ হলো উঠক্ষেপন।
২০২৩.১৪ জুলাই আবার চাঁদের দেশে,
শ্রীধর পানিয়ার, ঋতু কবিরাল কোমর বাঁধে কষে।
শ্রীহরি কোটায় সফল হলো চন্দ্র যান তিন,
মাধ্যকর্ষণ শক্তি লাগিয়ে LVMV-3 M4 র দিন।
সফল হোক এই চন্দ্র যানের এই অতুলনীয় সফর,
ভারত বাসী গর্বিত, গর্বের দেশ মোর।
🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳