/সৃষ্টি সাহিত্য যাপন///আজো মাটি ছুঁয়ে আছি//কলমে: সৈকত সামন্ত।তারিখ: ২২/০৭/২০২৩
এখনো যাইনি মাটি ছুঁয়ে আছিআকাশ দুরত্বে তোমার কাছাকাছি।একপায়ে দাঁড়িয়ে রামধনু পেরেছি পেরোতে.....শুধু তুমি সবুজ সিক্ত তোমারই গেরোতে।আঁচলে বাঁধা আমার ঝ…
/সৃষ্টি সাহিত্য যাপন/
/
/আজো মাটি ছুঁয়ে আছি//
কলমে: সৈকত সামন্ত।
তারিখ: ২২/০৭/২০২৩
এখনো যাইনি মাটি ছুঁয়ে আছি
আকাশ দুরত্বে তোমার কাছাকাছি।
একপায়ে দাঁড়িয়ে রামধনু পেরেছি পেরোতে.....
শুধু তুমি সবুজ সিক্ত তোমারই গেরোতে।
আঁচলে বাঁধা আমার ঝরা শপথ
পাখির ডানায় ভর করে উড়ে হায়
প্রাণে নামে না আর গোলাপী পুষ্পরথ।
আমার সাথে সময় খেলে কানামাছি
তবু মাটি ছুঁয়ে আছি..........
শুধু ঘাস ছুঁয়ে আছি
কষ্টগুলো জানে মোরা কত কাছাকাছি।
যাবো সব দুরত্ব চুরমার করে
শুদ্ধ ভোর থেকে পরের নিষিদ্ধ ভোরে
বড় অদ্ভুত এই চিরন্তন যাওয়া_আসা......
মন কি জানে সব হৃদয়ের ভাষা?
শীত বর্ষা পেরিয়ে যায় তোমার উত্তাপে
তবু কষ্ট জমে থাকে ক্ষনিকের আলাপে।