বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটভারতের স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা, এ আই ইউ টি ইউ সির প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তিতে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে রবিবার কোলাঘাটের বরদাবাড় প্রাইমারি স্কুলে হোসিয়ারি শ্রমিকদের এক সভা…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
ভারতের স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা, এ আই ইউ টি ইউ সির প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তিতে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে রবিবার কোলাঘাটের বরদাবাড় প্রাইমারি স্কুলে হোসিয়ারি শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হল। সবাই উপস্থিত ছিলেন মধুসূদন বেরা নারায়ণ চন্দ্র নায়ক, নেপাল বাগ, নব শাসমল প্রমুখ। সভাশেষে শ্রমিকদের নিয়ে বরদাবাড় বাজারে একটি মিছিল বের হয়।