Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলার ভোটে একদিনে বলি ১৭। নীরব কমিশন

তরুণ চট্টোপাধ্যায়লজ্জা বললে কম বলা হবে।এই বাংলার ভোট কি চেয়েছিলেন জনগন।২০২৩ এর পঞ্চায়েত ভোট উপহার দিলো এক রাশ লজ্জা।লজ্জিত গনতন্ত্র।             আজ সকাল থেকেই রাজ্য জুড়ে ভোটকে কেন্দ্র করে চললো বোমা গুলি পিস্তলের দাপট।হুলিগানদ…


তরুণ চট্টোপাধ্যায়

লজ্জা বললে কম বলা হবে।এই বাংলার ভোট কি চেয়েছিলেন জনগন।২০২৩ এর পঞ্চায়েত ভোট উপহার দিলো এক রাশ লজ্জা।লজ্জিত গনতন্ত্র। 

            আজ সকাল থেকেই রাজ্য জুড়ে ভোটকে কেন্দ্র করে চললো বোমা গুলি পিস্তলের দাপট।হুলিগানদের দলের দাপটে ঘর ছেড়ে বেরুতে গিয়েও ফিরলেন ভোটার।ভোট কর্মীরা প্রান ভয়ে ভোট সরঞ্জাম ফেলে দৌড়ালেন।বাংলা দেখলো রক্তের হোলিখেলা।ব্যালট বাক্স ভাসলো জলে।অবাধ ছাপ্পা ভোট দিলো শাসক ও বিরোধীরা।ভোটের নামে দিনরাত প্রহসন।

ভোটের দিন ই চলে গেল ১৭টি তাজা প্রাণ। ভোটের.মোট বলি ৩৪ জন।আরো যে হবে না সে কথা কি প্রসাশন দিতে পারবে।

জেলা জুড়ে বেলাগাম সন্ত্রাস। বাংলার ভোট নিয়ে অভিযোগের পাহাড়।দেখা গেল না পুলিশ, মুখ ঢাকলেন কেন্দ্রীয় বাহিনী।অশান্তির বাতাবরনে সারাদিন শোনা গেল বোমা গুলির আওয়াজ। 

          রতুয়ায় গুলি ,ময়ুরেশ্বরে হিংসা,আউশ গ্রামে সিপিএম কর্মী খুন।নওদায় কংগ্রেস। গোয়াল পোখায় তৃণমূল খুন।গ্রাম দখলের লড়াই ঘিরে মৃত্যুর মিছিল। 

ইংলিশ বাজার, হরিশ চন্দপুর, পুরুলিয়া হাওড়া,দুই চব্বিশ পরগনা সহ সব জেলা জুড়েই অশান্তির ছাপ স্পষ্ট। 

২০২৩ এর পঞ্চায়েত ভোট নিয়ে প্রতিবেদন লিখতে বসে কাকে ধরি কাকে ছাড়ি।দিন ভোর আগুনে জ্বলন্ত আগ্নেয়গিরি।যেন কুরুক্ষেত্তের ময়দান।

নির্বাক প্রশাসন, বোবা কমিশন। 

কমিশন অবশ্য দোষের ভার কমাতে আঙুল তুললেন কেন্দ্রীয় বাহিনীর দিকে।অথচ অপ্রতুল রাজ্য পুলিশ নিয়ে তিনি ভোট করতে চেয়েছিলেন। কোর্টর নির্দেশে বাহিনী এলেও অশান্তির সময় তাদের দেখতে পাওয়া গেল না।

শাসক বন্ধ হওয়া বুথে ভোট চাইলেন।বিরোধীদের দাবি পুনরায় ভোট।

আজকের পঞ্চায়েত ভোট নিজের কোলে টানতে সব দল চালালো বেলাগাম সন্তাস।শাসক দল থেকে বিরোধী।

ভোটে জিতলেই লক্ষ লক্ষ টাকার হাতছানি।টাকার গন্ধ। 

বাংলা জুড়ে সমাজ বিরোধীদের দাপাদাপি দেখতে দেখতে মনে হলো প্রশাসন তুমি কি পথ হারিয়েছো।

বাজারের ব্যাগ ভর্তি বোমা,হাতে খোলা পিস্তল। 

আরামবাগে ভোট দিতে আসা ভোটার রাও নিস্কৃতি পেলেন না।

নিহত ১৬, আহত শতাধিক ,২০২৩ এর ভোট তো ছোট গল্প নয়। একেবারেই উপন্যাস। 

ভোটের দিনেই এই ছবি।বাকি গননা।ভোটের পরের হিংসার বলি।

আর কত লাশ গুনবে বাংলার জনগন। 

বন্ধ হোক হত্যার ভোট।

জনগন 

চাইছেন শান্তির জল।