Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাসা'র উদ্যোগে খড়্গপুরের ডন বসকো স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি.

নিজস্ব সংবাদদাতা খড়্গপুর- খড়্গপুরের ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দের সাথে নিয়ে অরণ্যসপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি করলো মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন ওরফে …


নিজস্ব সংবাদদাতা খড়্গপুর- খড়্গপুরের ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দের সাথে নিয়ে অরণ্যসপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি করলো মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন ওরফে মাসা। বুধবার সকালে সুন্দর আবহাওয়ায় মাসা'র সদস্য-সদস্যাগণ সকাল সাড়ে সাতটায় মেদিনীপুর শহরের গান্ধী মুর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু করে পৌঁছে যান খড়্গপুরের ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুলে। ঠিক সকাল আটটায় ছাত্র ছাত্রীদের খেলার মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে স্কুলের পক্ষ থেকে মাসা'র সদস্য দের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আর কে মোজেস।

এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও উপকারিতা ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন(মাসা)'র সম্পাদক গৌতম কুমার ভকত ও সভাপতি অভিজিৎ দে। গৌতম বাবু সকলের সাথে সংস্থার উপস্থিত সদস্য সদস্যাদের পরিচয় করিয়ে দেন। ছাত্র ছাত্রীরাও বৃক্ষরোপণ ও পরিবেশের উপর বিভিন্ন পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ও ছোট ছোট বক্তব্যে মাসা র সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর মাসা র সদস্য সদস্যাগণ ছাত্র ছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন। 

তারা সুন্দর ভাবে লাইন করে আগে থেকে করে রাখা নির্দিষ্ট গর্তে চারাগাছ রোপণ করার সময় ভীষণ আনন্দিত হয়। তাদের সাথে হাতে হাত লাগিয়ে ডন বসকো খড়্গপুর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ এরং অধ্যক্ষ আর কে মজেস ছাত্র- ছাত্রীদের উৎসাহিত করেন। একাজে মাসা র সদস্যরাও হাত লাগান। 


মাসা র উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন এর সম্পাদক গৌতম কুমার ভকত, সভাপতি অভিজিৎ দে, কোষাধ্যক্ষ সৌমেন্দ্র বেরা, নন্দিতা দে, অমল জানা, ইন্দ্রদীপ সিনহা,স্বপ্না ভকত, প্রবীর মজুমদার,হেদায়েতুর রহমান খান,দয়াময় প্রামানিক, প্রসেনজিৎ মাল, সুমন চ্যাটার্জী সহ অন্যান্য সদস্যগণ।




ডন বসকো খড়্গপুর ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আর কে মোজেস, সায়নী ঘোষ,নিবেদিতা দত্ত, সুস্মিতা শর্মা, বীনা কুমারী পাল,স্টারিনা জানেট বার্তুন, গুলশান পাল কৌর,সারলে আব্রাহাম, তুলিকা গোস্বামী, শ্রাবন্তী গোপ, তানিয়া রায় চৌধুরী, রূপেশ বাল,সুমিত দাস, কেলভিন লা পোর্তে, সৌমদীপ গাঙ্গুলী,আরতি শর্মা, বৈশাখী কর, শিল্পী অধিকারী,শিবম মন্ডল, আর কে পান্ডে সহ অন্যান্যরা।