Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশিয়াড়ি ঘৃতখাম এলাকায় তৃণমূলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভা ও ২১ শে জুলাই এর প্রস্তুতি

. নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়ী.....পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ  জয়ের পর তৃণমূল কংগ্রেসের সমস্ত জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি ও ২১ শে জুলাইয়ে সমর্থনে সভা করল তৃণমূল কংগ্রেস।বুধবার কেশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম অঞ্চলের তৃণমূলের…


. নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়ী.....

পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ  জয়ের পর তৃণমূল কংগ্রেসের সমস্ত জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি ও ২১ শে জুলাইয়ে সমর্থনে সভা করল তৃণমূল কংগ্রেস।বুধবার কেশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম অঞ্চলের তৃণমূলের জয়ী প্রার্থীরা শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে ও ২১ শে জুলাই শহীদ দিবসের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।সভাতে উপস্থিত হন, বিধায় পরেশ মুরমু।

ঘৃতগ্রাম অঞ্চলের পচাখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠিত  এই সভায় দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । নেতৃত্বরা জানান একুশে জুলাই প্রতিবছর শহীদ দিবস পালন করে তৃণমূল ।এই শহীদ দিবসের ডাকে মুখ্যমন্ত্রীর আহবানে তাঁরা সবাই সাড়া দিয়ে ,ধর্মতলা সমাবেশে সবাইকে  যাওয়ার আবেদন জানিয়েছেন। এদিনের সভাঢ়

উপস্থিত ছিলেন কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু,জেলা কমিটির সদস্য পবিত্র শীট,কেশিয়াড়ী ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী,ঘৃতগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অঙ্কুর শীট,অঞ্চল নেতৃত্ব সমীর আদক সহ দলীয় কর্মীবৃন্দ।