নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....মেদিনীপুর শহরে রবীন্দ্র নিলয় সভাগৃহে এক মনোজ্ঞ ' সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হলো তরুণ থিয়েটারের উদ্যোগে। উপস্থিত অতিথিবৃন্দ এবং আজীবন সদস্যদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠা…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....মেদিনীপুর শহরে রবীন্দ্র নিলয় সভাগৃহে এক মনোজ্ঞ ' সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হলো তরুণ থিয়েটারের উদ্যোগে। উপস্থিত অতিথিবৃন্দ এবং আজীবন সদস্যদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি নাট্যকার সুরজিৎ সেন।
সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপ নারায়ণ পড়িয়া, মদন মোহন মাইতি,ড.বিবেকানন্দ চক্রবর্তী, অর্জুন কুন্ডু, বিমল গুড়িয়া, মলয় রথ, জয় রায়, বিদ্যুৎ পাল, সুব্রত রায়, ডা: বি.বি. মন্ডল, ডা: সায়ন্তন দে, ডা: পঙ্কজ দে, জয়ন্ত সাহা, আলোক বরণ মাইতি, এ. ডি.বর্মন, লক্ষীকান্ত মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন অরুনাভ প্রহরাজ, স্বপন পড়িয়া, প্রসেনজিৎ সাহা, শুক্লা মুখার্জী, বিশ্বেশ্বর সরকার, অরিজিৎ সিনহা, গৌতম ভকত, গৌতম দেব, প্রমুখ গুণীজনের। দীপশিখা চক্রবর্তী, সুমন্ত দেবনাথ, দয়াময় প্রামাণিক, অনুপম নন্দ, তাপসী দে, শুভ্রাংশু শেখর সামন্ত, বিশ্বনাথ দিকপতি, অভিজিৎ দে, প্রমুখের নেতৃত্বে নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন দর্শক সহ অতিথিবৃন্দের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।
অনুষ্ঠান চলাকালীন মেদিনীপুর কোতোয়ালী থানার আই সি আতিকুর রহমান এর উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছ। ডা: বি.বি.মণ্ডলের গাওয়া 'রানার চলেছে.'গানটির শেষে তুমুল হাততালিতে পরিবেশ মুখরিত হয়। তরুণ থিয়েটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়,আগামী ২৩ শে জুলাই শহরের বিদ্যাসাগর হলে " তরুণ থিয়েটারের পাঠশালা" নামে এই প্রথম নাট্যশিক্ষা কেন্দ্র এবং 'তরুণ বার্তা' পত্রিকা প্রকাশনার উদ্বোধন হবে। এছাড়াও আগস্ট মাসে শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে সুরজিৎ সেন রচিত ও নির্দেশিত নাটক 'ফেসবুক ম্যারেজ' এবং 'মেদিনীপুরের লক্ষীবাই' নাটক দুটি মঞ্চস্থ হবে,পাশাপাশি ডিসেম্বর মাসে এপার বাংলা ওপার বাংলা নাট্যোৎসব কর্মসূচী অনুষ্ঠিত হবে। তরুণ থিয়েটারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলী, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের সাহায্য-সহযোগিতা-আশীর্বাদ নিয়ে 'তরুণ থিয়েটার ' এগিয়ে যেতে চায় বলে জানান সংস্থার সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু। তিনি সমস্ত দর্শকবৃন্দ, কলাকুশলী , শুভানুধ্যায়ী,, সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সমস্ত অনুষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনায় বিশেষ দায়িত্ব পালন করেন সংস্থার কোষাধ্যক্ষ তারাপদ দে।আনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন হিমাদ্রি মন্ডল ও করবী বিশ্বাস।