Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব উষ্ণায়ন, দূষণ, খরা, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে চারাগাছ লাগালো তমলুক হ্যামিল্টন হাই স্কুলের প্রাক্তনীরা

তমলুক হ্যামিলটন হাই স্কুলের মাধ্যমিক দেওয়ার বছরকে ভিত্তি করে ৩৩ বছরের বন্ধুত্বকে সবুজ করার জন্য রবিবার ৩৩ টি গাছ লাগানো হলো তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডে রূপনারায়ণ নদীর পাড়ে বুদ্ধ পার্কে। যেভাবে গোটা পৃথিবীর উষ্ণায়ন, দূষণ খরা…



তমলুক হ্যামিলটন হাই স্কুলের মাধ্যমিক দেওয়ার বছরকে ভিত্তি করে ৩৩ বছরের বন্ধুত্বকে সবুজ করার জন্য রবিবার ৩৩ টি গাছ লাগানো হলো তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডে রূপনারায়ণ নদীর পাড়ে বুদ্ধ পার্কে। যেভাবে গোটা পৃথিবীর উষ্ণায়ন, দূষণ খরা ভূমিক্ষয় ইত্যাদি বাড়ছে তাতে করে আগামী প্রজন্মকে

সবুজায়নের লক্ষ্যে বেশি বেশি করে গাছ লাগানোর মূল উদ্দেশ্য তমলুক হ্যামিলটন হাই স্কুলের প্রাক্তনীদের। ১৯৯০ সালে মাধ্যমিক দেওয়া বন্ধুরা একত্রিত হয়ে ৩৩ বছরে এসে ৩৩ টি গাছ লাগালো এ বছর। পরের বছর ৩৪, তার পরের বছর ৩৫, এভাবেই পরপর গাছ লাগানোর সংখ্যা বাড়বে। নগরায়নের নাম করে বিভিন্ন জায়গায় যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, পাশাপাশি প্রত্যেক বছর প্রাকৃতিক বিপর্যয় এর ফলে প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়ছে। সেই তুলনায় গাছ লাগানোর সংখ্যা অনেকটাই কম বলে মনে করে তমলুক হ্যামিলটন স্কুলের প্রাক্তনীরা। তাই গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে।