বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়াপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বাজার এলাকায় মণিপুরের গণধর্ষণ ও হিংসার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকদের প্রতিবাদে সামিল হতে দেখা গেল মঙ্গলবার বিকেলে। প্রতিবাদ সভায় আগে দলীয় …
বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বাজার এলাকায় মণিপুরের গণধর্ষণ ও হিংসার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকদের প্রতিবাদে সামিল হতে দেখা গেল মঙ্গলবার বিকেলে। প্রতিবাদ সভায় আগে দলীয় কর্মী সমর্থকরা পাঁশকুড়া বাজার পরিক্রমার মাধ্যমে এই জঘন্যতম ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে দ্রুত যাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যায় তার দাবি তুলে। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় পরিষদের সদস্য তপন গাঙ্গুলী। তিনি এক সাক্ষাৎকার বলেন কেবল মনিপুর নয় মালদার ঘটনা ও মানুষকে শিহরণ জাগিয়ে তোলে। কেন্দ্রীয় সরকার যখন অনমনীয় ভাব মনিপুর নিয়ে দেখাচ্ছে তখন মালদার ঘটনা নিয়েও রাজ্য সরকার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যা জিনিস দেখতে পাচ্ছি তা লজ্জাজনক বলে তিনি জানান। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌতম পন্ডা, সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বেরা, জেলার যুবনেতা গৌরাঙ্গ কুইলা। যুবনেতা শ্রীকুইলা তার জ্বালামুখী বক্তব্য মনিপুর ও মালদার ঘটনা পথ চলতি মানুষের কাছে তুলে ধরেন।