আবারো উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল কর্মীকে বেধড়ক মার,বাড়ি ভাঙচুরের অভিযোগের তীর বিজেপির দিকে।অভিযোগ অস্বীকার বিজেপি।
পঞ্চায়েত ভোটের আগেই প্রতিনিয়তই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়নার বাকচা। মঙ্গলবার রাতে গোবরাদ…
আবারো উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল কর্মীকে বেধড়ক মার,বাড়ি ভাঙচুরের অভিযোগের তীর বিজেপির দিকে।অভিযোগ অস্বীকার বিজেপি।
পঞ্চায়েত ভোটের আগেই প্রতিনিয়তই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়নার বাকচা। মঙ্গলবার রাতে গোবরাদন গ্রামের তৃণমূল কর্মী গোপাল সামন্ত বাড়ি ফেরার পথে বিজেপি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। আক্রান্ত তৃণমূল কর্মী গোপাল সামন্তর অভিযোগ করেন যে বিজেপির দুষ্কৃতীরা চড়াও হয়। বেধড়ক মারধর করে লাঠি সটা দিয়ে। ময়না থানার পুলিশ আক্রান্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।পরে আঘাত গুরুতর হওয়াতে আহত তৃনমূল কর্মীকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতা রাজিব পাঁছারি অভিযোগ করেন যে বিজেপি জেলা পরিষদের প্রার্থী উত্তম সিংহ এর নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা এসে তৃণমূলের ঘর ভাঙচুর চালায় এবং মারধর লুটপাট করে। বিষয়টি ময়না থানায় জানানো হয়েছে। তবে এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি।