Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার এ গভীর রাতে তৃণমূল এবং নির্দল প্রার্থী র কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা,আহত ২

নন্দকুমার এ গভীর রাতে তৃণমূল এবং নির্দল প্রার্থী র কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, বাঁস লাঠি নিয়ে সংঘর্ষ । আহত ২ নির্দল প্রার্থীর কর্মী। অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রান্ত। অভিযোগের তীর নির্দলের দিকে।

পূর্ব মেদিনীপু…

 নন্দকুমার এ গভীর রাতে তৃণমূল এবং নির্দল প্রার্থী র কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, বাঁস লাঠি নিয়ে সংঘর্ষ । আহত ২ নির্দল প্রার্থীর কর্মী। অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রান্ত। অভিযোগের তীর নির্দলের দিকে।



পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে নির্দল প্রার্থীর কর্মিদের উপরে হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃনমূলের।তৃনমূল এর পাল্টা অভিযোগ নির্দল প্রার্থীদের কর্মী সমর্থকরা গুন্ডামি করছে এলাকায়।গত রবিবার নন্দকুমার থানার চুনাখালি গ্রামের ২৩৯ নাম্বার বুথে নির্দল প্রার্থী কে হুমকি এবং নির্দল সমর্থক কে মারধর এর অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।দুদিন আগে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করা হয় বেশ কিছু জনের নামে।তার রেশ কাটতে না কাটতে ফের মঙ্গলবার রাতে চুনাখালি তে  দুই নির্দল প্রার্থীর কর্মীকে তৃণমূল কর্মীরা বাইরে  থেকে প্রায় ১৫০-২০০ লোক এনে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ নির্দল প্রার্থীর। নির্দল প্রার্থীর দুজন আহত কর্মীকে নন্দকুমার হাসপাতালে চিকিৎসা করানো হয়।অপরদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।স্থানীয় তৃণমূল নেতৃত্ব দের দাবি তারা নয় বরং নির্দল রাই গুন্ডা বাহিনী নিয়ে এসে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।মারধর করেছে,হুমকি দিচ্ছে,এবং মারধর এর ফলে তাদের এক কর্মী  আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ এলাকার নির্দল প্রার্থীর সমস্ত ফেস্টুন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমুল কর্মীরা।তৃনমূলের ও অভিযোগ তাদের ও ব্যানার ফেস্টুন পোষ্টার ছিঁড়ে ফেলে দিয়েছে নির্দল সমর্থক রা এলাকায় উত্তেজনা আছে।