বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা লায়ন্স ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শনিবার বাংলার রূপকার ডাক্তার বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন পালন করা হল ক্লাব প্রাঙ্গণের কাছে। দিনটির…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা লায়ন্স ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শনিবার বাংলার রূপকার ডাক্তার বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন পালন করা হল ক্লাব প্রাঙ্গণের কাছে। দিনটির স্মরণে দুপজোড়া স্পোর্টস গ্রাউন্ডে ৫০ টি সেগুন গাছ লাগানো হয়। দিনটির প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি নয়ন মান্না, সম্পাদক সুকুমার মাইতি, অশোক মন্ডল, শান্তনু মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরূপ সামন্ত।