নন্দকুমারের পর এবার তমলুকের নাইকুড়িতে স্ট্রং রুমের সামনে গন্ডগোলের জেরে আহত হয় তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।নন্দকুমারের পর এবার উত…
নন্দকুমারের পর এবার তমলুকের নাইকুড়িতে স্ট্রং রুমের সামনে গন্ডগোলের জেরে আহত হয় তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
নন্দকুমারের পর এবার উত্তপ্ত হয়ে উঠল তমলুক ব্লকের নাইকুড়ি এলাকা। গতকাল পঞ্চায়েত নির্বাচনের পর সমস্ত ব্যালট বাক্স নাইকুড়ি হাই স্কুলে স্টংরুমে রাখা হয়েছে। আজ দুপুর নাগাদ তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া ওই স্ট্রং রুমের কাছে যায়। এলাকার মানুষজন ঘিরে ধরে চঞ্চল কুমার খাঁড়া। বেধড়ক মারধর করা হয় তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়াকে এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। পরে পুলিশ বাহিনীও পৌঁছায় ঘটনাস্থলে। চঞ্চল খা আহত অবস্থায় দীর্ঘক্ষণ ওই এলাকায় আটকে পড়ে। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের নাইকুড়ি এলাকায় প্রচুর মানুষ জড় হতে শুরু করে এবং রাস্তার মধ্যে ইলেকট্রিকের খুঁটি ফেলে দেয়। পরে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসে। এলাকায় ছত্রভঙ্গ করে তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়াকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে।