Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভাদার না মাঝে মাঝে চুলকোয়। উনাকে বলুন একটু ইচগাড মলম লাগাতে। চুলকানি তাহলে সেরে যাবে। তমলুকে এসে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

শুভাদার না মাঝে মাঝে চুলকোয়। উনাকে বলুন একটু ইচগাড মলম লাগাতে। চুলকানি তাহলে সেরে যাবে। তমলুকে এসে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।ভোট হিংসা নিয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন। পরিবর্তন প্রয়োজন, খুনোখুনি চাইনা। তার উত…

 


শুভাদার না মাঝে মাঝে চুলকোয়। উনাকে বলুন একটু ইচগাড মলম লাগাতে। চুলকানি তাহলে সেরে যাবে। তমলুকে এসে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

ভোট হিংসা নিয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন। পরিবর্তন প্রয়োজন, খুনোখুনি চাইনা। তার উত্তরে কুনাল ঘোষ বলেন খুনো খুনি আমরা কেউই চাই না। শুভাদার যানা উচিত যে, ৬১ হাজারের বেশি বুথ অবাধে, শান্তিতে ভোট হয়েছে। কিছু কিছু বুথে বিরোধীরা পরিকল্পিতভাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ আমাদের কর্মীদের মেরেছে। আমাদের কর্মীরাই বেশি মারা গেছে। তমলুক হাসপাতালে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খারাকে খুনের চেষ্টা হয়েছে। তারপরে শুভাদা এই ধরনের কথা কিভাবে বলে? এভাবেই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।