Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিল বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনে ফলাফল।২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪৪ টি গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৬৫টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ১৪ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কুর হয়েছে।
২৫টা পঞ্চায়েত সম…

 


পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনে ফলাফল।

২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪৪ টি গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৬৫টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ১৪ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কুর হয়েছে।


২৫টা পঞ্চায়েত সমিতির মোট আসন ৬৬৫। যার মধ্যে ৪২৩টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং ২৩৪টি আসন পেয়েছে বিজেপি কংগ্রেস পেয়েছে ২টি সিপিআইএম পেয়েছে ৪টি অন্যান্য পেয়েছে ১টি। ২৫টি সমিতির মধ্যে কুড়িটি পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল কংগ্রেস চারটি পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। বিজেপি যে চারটি পঞ্চায়েত সমিতি দখল করেছে সেগুলি হল শহীদ মাতঙ্গিনী ব্লক, কাঁথি-১ নম্বর ব্লক, খেজুরি-২'নম্বর ব্লক এবং নন্দীগ্রাম-২ নম্বর ব্লক। এগরা-২ ব্লক টাই হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের আসন সংখ্যা ৭০।


এবারও পূর্ব মেদনীপুর জেলায় জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কয়েকটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। ৭০ টি আসনের মধ্যে ৫৬ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১৪ টি আসন পেয়েছে বিজেপি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, ২৫টি পঞ্চায়েত সমিতি এবং ২২৩ গ্রাম পঞ্চায়েত সবকটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল।

এবারের পঞ্চায়েতে সেই ধারা ধরে রাখতে পারল না তৃণমূল কংগ্রেস।