সৃষ্টি সাহিত্য যাপন "কিছু কবিতা"--রেশমা বেগম ২২.৭.২০২৩ ইং
কিছু স্বপ্ন কবিতার রত্নাকরে ভাসে,ডুবেনিত্য প্রহর নিজস্বতার চৌকশ স্মরণে--আকাশের মুক্ত নীল ছুঁয়ে যায় পংক্তিপাতাবাতাসের অম্বরী কবিতা চাষে মননে।
কিছু কবিতা অদৃশ্যে…
সৃষ্টি সাহিত্য যাপন
"কিছু কবিতা"
--রেশমা বেগম
২২.৭.২০২৩ ইং
কিছু স্বপ্ন কবিতার রত্নাকরে ভাসে,ডুবে
নিত্য প্রহর নিজস্বতার চৌকশ স্মরণে--
আকাশের মুক্ত নীল ছুঁয়ে যায় পংক্তিপাতা
বাতাসের অম্বরী কবিতা চাষে মননে।
কিছু কবিতা অদৃশ্যে অস্পষ্ট থেকে যায়
কিছু কালের সীমানায় বাহিত হয়,
সময়ের প্রতিচ্ছবি,প্রতিবিম্ব কবিতার প্রণয়ে
জীবন্ত সারথি হয়ে পাঠকের রয়।
কাব্যের দেশে আবেগ ফেরারী হয়ে জৌলুষে;
কবিতার স্পর্শে স্বাপ্নিক কল্পকথা হাসে --
কোন্ ভাবের বহিঃপ্রকাশ কবিতায় কী মর্মে
পাঠক হৃদয় অনুভবের চিন্তনে ভাসে।
কিছু কবিতা যুগের,কালের ধারক সাক্ষী
অতীত জগৎ জীবনের চিত্রপট বিরাজমান,
সত্য সঠিক,অনুধাবনে কলমী শক্তি হাতিয়ার
নিজ ভুবনে আপন সঙ্গী মহামূল্যবান।
জীবন ব্যপ্তিতে কবিতার ধ্যানে পড়েছি আকালে
বিন্দু-বিন্দু শব্দ,বাক্যে গড়ছি কাব্যমালা,
কোন্ অনাহুতের অনৈতিকতায় কবিতা হচ্ছে
দিনে-দিনে কবিতা 'চোরের' আড়তশালা ।
কবিতাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা,বাংলাদেশ।