সৃষ্টি সাহিত্য যাপন -কবিতা : " মহা(ন) ভারত"কলমে: অসিত কুমার মল্লিক।
পুরাকালের মহাভারত এক ধর্মযুদ্ধের সাক্ষী, অধর্মের দমনে ছিলেন স্বয়ং ভগবান। এখন সে দেশ কেবল বিজ্ঞাপনে "মহান ভারত"…
সৃষ্টি সাহিত্য যাপন -
কবিতা : " মহা(ন) ভারত"
কলমে: অসিত কুমার মল্লিক।
পুরাকালের মহাভারত এক ধর্মযুদ্ধের সাক্ষী,
অধর্মের দমনে ছিলেন স্বয়ং ভগবান।
এখন সে দেশ কেবল বিজ্ঞাপনে "মহান ভারত"
অথবা নিছক স্লোগানে "ভারত মহান" ।
এখনও দুর্যোধনে'রা নির্দ্বিধায় করে
অসহায় দ্রৌপদী'দের বস্ত্র হরণ ।
দু:শাসনদে'র লালস চক্ষুরে করিতে তৃপ্ত
নির্বস্ত্র দ্র্রৌপদীদের করায় প্রদর্শন।
দুর্যোধন, দু:শাসন, শকুনি, দ্রোনাচার্য্যরা
সংখ্যায় দিনে দিনে বাড়ে।
দু-একজন যুধিষ্ঠির, ভীম, অর্জুন ,বিদুর যারা আছেন,
তাদের যাপন কারাগারে, বিনা বিচারে ।
এখনকার ধৃতরাষ্ট্ররা অন্ধ হয় ক্ষমতার লোভে,
আর গান্ধারীরা অন্ধ সেজে রয় ।
স্মরি তব আশ্বাস বাণী - "সম্ভবামি যুগে যুগে।"
আশা,আগতপ্রায় তোমার প্রকাশের সময়।।