সৃষ্টি সাহিত্য যাপন27/7/2023
কবিতা:- দগ্ধীভূত টুয়া চক্রবর্ত্তী________________অশান্ত গোধূলি যখন ধায় পশ্চিমাঞ্চলের কোণে-- ঘনীভূত কালো জটার রোষ বিছিয়েছে! বিদ্রোহী মনের অভিমানে ফিনিক্স পৃথিবী পুড়ছে।রক্তের অণুচক্রিকায় বি…
সৃষ্টি সাহিত্য যাপন
27/7/2023
কবিতা:- দগ্ধীভূত
টুয়া চক্রবর্ত্তী
________________
অশান্ত গোধূলি যখন ধায় পশ্চিমাঞ্চলের কোণে--
ঘনীভূত কালো জটার রোষ বিছিয়েছে!
বিদ্রোহী মনের অভিমানে ফিনিক্স পৃথিবী পুড়ছে।
রক্তের অণুচক্রিকায় বিলীন হয়ে যায় সত্ত্বা;
ফোঁটা-ফোঁটা শোণিতের প্রলেপে দগ্ধ যুগ,
রামধনু রঙ বিবর্ণতায় ঘিরেছে,বিষাদের প্রমাদ গোনে;
তীব্র দহনে বিনাশের ধূম্রকুঞ্জ অতিথিরূপে ফনা তোলে।
তাল-লয় হারানো স্বপ্নগুলোতে নেমে আসে কালোছায়ার থাবা--
সভ্যতার উপাখ্যানে তখনই আগুন জ্বলে।
প্রতি মুহূর্তের ছাইচাপা আগুন পরিনত দাবানলে!
আগ্নেয় লাভা ধ্বংস করার অঙ্গীকারে মত্ত--
সৃষ্টির উল্লাস গোলিত মোমের ন্যায় ঝলসায়,-
ইচ্ছেরা বিবর্ণ,ফাঁকি-জালে জড়ানো প্রাণটি কড়াল ছোবল খায়।
পরিশ্রমে গড়ে তোলা নতুন পৃথিবীর আশিয়ানা যেন তুচ্ছ!
দীর্ঘশ্বাসে চলে দমকা ঝড়ের ঊর্ধ্বগতি--
প্রলয়ের সঙ্কেতে ডাকে মুখোমুখি সংঘর্ষ;
তাণ্ডব নাচনের অন্তিমে ঠোঁটের কোণে উঁকি মারে অদম্য ভালোবাসা!
ভষ্মমাখা প্রকাষ্ট দেহে শ্বাসের সাথে কয়েক বিন্দু অশ্রুবারি,
বিষণ্ণ প্রাণবায়ুতে রক্ত-নাড়ির সংযোগ;
অনিবার মৃত্যুর দ্বারে রচিত নিজ ধ্বংসের সুর!
দগ্ধীভূত আতশের মাঝেই পুনর্জন্ম অকল্মষ নব-দিগন্তের।
শীতল তুহিনের আবেশে নদীর ওপাড় থেকে--
মৃত্যু জয় করে অত্রস্ত চিত্তে ফিরে আসার আখ্যান;
যদি হিংসার অস্থি নিমজ্জিত না হয় নির্মল নদীতে--
মুহঃ ক্রোধের বিচ্ছুরণে ইমারত-কৃষ্টি ইতিহাসের পাতায় অতীত!
ছদ্মবেশীর আধারে সৃষ্ট শূন্যতায়--
কালো প্রচ্ছায়ায় ঢাকা বিচরণ সভ্যতার হবে দাফন;
আর বিকশিত স্বচ্ছ নীলাভ অধৃষ্য ফিনিক্সের শিষ্টতার নবজাগরণ।।