সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ--- বঁধূকলমে :---বামাপদ মণ্ডলতারিখ:---২৩/০৭/২০২৩
বঁধূ কলঙ্কের হার গলে লয়ে অনুরাগে তব কথা বলি,আমি নিশিদিন কাঁদি তোমার লাগি আমায় ছেড়ে গেলে চলি।
বঁধূ চলি প্রেমের সিঁড়ি বেয়ে, …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামঃ--- বঁধূ
কলমে :---বামাপদ মণ্ডল
তারিখ:---২৩/০৭/২০২৩
বঁধূ কলঙ্কের হার গলে লয়ে
অনুরাগে তব কথা বলি,
আমি নিশিদিন কাঁদি তোমার লাগি
আমায় ছেড়ে গেলে চলি।
বঁধূ চলি প্রেমের সিঁড়ি বেয়ে,
উদাস মনে স্মৃতি ধেয়ে,
ভাবি বসে মান অভিমান ভুলে
অশ্রুধারা বহে নয়ন বেয়ে।
আমি তব প্রেমের ছোঁয়ার কাঙাল;
একবার দেখা দাও হে বঁধূ ,
বিরহ জ্বালা না সইতে পারি
ব্যাথিত পরানে ঢালো মধু।