Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_পরিবার#বিভাগ_কবিতা#শিরোনামঃ কেউ তো ভালো নেই#কলমেঃ অর্ণব রায়#পঙক্তি_সংখ্যাঃ ২৪#তারিখঃ ১৮ই জুলাই ২০২৩ (খ্রীঃ)
( আমরা কি ভালো থাকতে ভুলে গিয়েছি? )
শান্তি ভুলে সুখের খোঁজে ওষ্ঠাগত প্রাণে -সুখের অসুখ গ্রাস করেছে, অধিক পা…

 


#সৃষ্টি_সাহিত্য_পরিবার

#বিভাগ_কবিতা

#শিরোনামঃ কেউ তো ভালো নেই

#কলমেঃ অর্ণব রায়

#পঙক্তি_সংখ্যাঃ ২৪

#তারিখঃ ১৮ই জুলাই ২০২৩ (খ্রীঃ)


( আমরা কি ভালো থাকতে ভুলে গিয়েছি? )


শান্তি ভুলে সুখের খোঁজে ওষ্ঠাগত প্রাণে -

সুখের অসুখ গ্রাস করেছে, অধিক পাওয়ার ঘ্রাণে।

দিনের শেষে প্রদীপ হাতে খুঁজতে গেলাম যেই,

পুরোটা রাত খুঁজেও দেখি, কেউ তো ভালো নেই!


মন্থনের ওই অমর সুধা ছিলো সবার ভাগে,

সুরের হাতে সবটা সুরা, ফুসছে অসুর রাগে।

করবে হরণ অসুর কখন, চিন্তাতো থাকবেই,

অমর হয়েও দেবতাদের, কেউ তো ভালো নেই!


রাজকোষে তার সোনার পাহাড়, রাজার খুশি বড়?

সর্ষেতে আজ ভূতের মাঝে ভয়েই জড়সড়।

অনেক বেশির স্বপ্নে জেগে অট্টালিকাতেই,

বিত্ত পেয়েও চিত্ত বিকল, কেউ তো ভালো নেই!


যথেষ্ট ভাগ সবার আছে, সাতটা মোটে ভাই,

এরটা কাড়ে, ওরটা বাড়ে, সবটা সবার চাই।

এ ওর বুকে বিঁধছে ছুড়ি চোখের নিমেষেই,

সুসন্তানের পিতা-মাতা, কেউ তো ভালো নেই!


আবর্জনায় জাবর কেটে যাদের জীবন চলে,

উদর ভরেও, তারাও অধিক খাওয়ার কথা বলে।

বাড়তি ভাঁড়ার হয় না ছোঁয়া, দুষছে নিজেকেই,

চাওয়া-পাওয়ার হিসেব ক'ষে, কেউ তো ভালো নেই!


খানিক আরও অধিক আশায় রইবে কি চোখ বুজে?

রাজার অসুখ সারিয়ে আবার শান্তি পাবে খুঁজে?

ভালোর বেশে মন্দ-বাসা, হারিয়ে ফেলি খেই,

চতুর্দিকে তাকিয়ে দেখি, কেউ তো ভালো নেই!