#অত্যাচার#কলমে_অভিজিৎ_নিয়োগী#২২শেজুলাই_২০২৩"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"…
#অত্যাচার
#কলমে_অভিজিৎ_নিয়োগী
#২২শেজুলাই_২০২৩
"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"'"
দেশ জুড়ে চলেছে নানাবিধ অত্যাচার
কখনও রক্তের হোলি খেলে উল্লাস,
কখনও বা নির্যাতিতা নারীর চিৎকার
ঘৃণায় মানুষ চোখে দিয়েছে সানগ্লাস।
প্রতিটি অত্যাচারই উদ্দেশ্য প্রণোদিত
রাজনৈতিক নেতারা রাখে তীক্ষ্ণ নজর,
মূর্খ জনগণকে সহজে করে উত্তেজিত
নেতামন্ত্রীরা ফায়দা তুলতে বদ্ধপরিকর।
আরেক অত্যাচার চলে আসছে বহুদিন
নবজাতকের আগমনে গৃহে যখন উল্লাস,
তখনই তারা এসে দাবি করে মোটা টাকার
অশ্রাব্য গালি ও হুমকিতে ছড়িয়ে ত্রাস।
এ অন্যায়ের নেই দন্ডবিধির আইনবল
শারীরিক প্রতিবন্ধকতা হয়তো দেয় বাধা,
অশ্রুসিক্ত চোখে হারিয়ে কষ্টার্জিত সম্বল
অপেক্ষায়,কবে হবে অত্যাচারের সমাধা।
নির্বিঘ্নে চলতে থাকে বৃহন্নলাদের লুঠতরাজ
সভ্য সমাজে এমন অনাচার কি অভিপ্রেত?
আইন আসুক থামাতে এহেন জঙ্গলরাজ
জনগণ ন্যায্য অধিকারে, থাকুক সুরক্ষিত।।।