সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা --সন্ধ্যা লগন বিরহিণী শ্রাবণ কলমে -----সুখেন্দু ঘোড়ই তারিখ ----২২/০৭/২০২৩
মেঘে মেঘে ছাইল শ্রাবণ সান্ধ্য আকাশ রিম্ ঝিম্ ঝিম্ ঝিম্ বরষার আভাস। পিছু টানে ভানু ম্লান আঁধার ধরাতলে মেঘের ডমরু ধ্বনি আলোক বেণী…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা --সন্ধ্যা লগন বিরহিণী শ্রাবণ
কলমে -----সুখেন্দু ঘোড়ই
তারিখ ----২২/০৭/২০২৩
মেঘে মেঘে ছাইল শ্রাবণ সান্ধ্য আকাশ
রিম্ ঝিম্ ঝিম্ ঝিম্ বরষার আভাস।
পিছু টানে ভানু ম্লান আঁধার ধরাতলে
মেঘের ডমরু ধ্বনি আলোক বেণী দোলে।
ঝুমুর নুপুর তানে আসে হেসে বর্ষারানী
গৃহ কোণে আনমনে আছে বসে বিরহিণী।
শ্রাবণ ঝরনে খাল ডোবা ডুবে মরে
তোটিনী তুলিছে ঢেউ আয় ঘরে ফিরে।
জলে জলে জলময় প্রাণে নেই চাপ
স্নান সেরে গাছপালা জুড়ায় গাত্র তাপ।
শ্রাবণ সন্ধ্যা ঘনায় প্রিয় নাহি আসে
আনমনে ক্ষণে ক্ষণে বিরহ ব্যাথায় ভাসে।