বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকশহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ভাবগম্ভীর পরিবেশ এর মধ্যে পালন করা হল। সেই সঙ্গে কাজী নজরুল ইসলামকেও স্মরণ করা হয়। দুই কবির বর্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ভাবগম্ভীর পরিবেশ এর মধ্যে পালন করা হল। সেই সঙ্গে কাজী নজরুল ইসলামকেও স্মরণ করা হয়। দুই কবির বর্তমান সামাজিক প্রেক্ষাপটের উপর আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক সুকুমার মাইতি মেচেদা সাহিত্য একাডেমীর সভাপতি অনিল সামন্ত, সম্পাদক আব্দুল মান্নান, প্রমথনাথ মন্ডল, গোবর্ধন জানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। মেচেদা ছাড়া কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তমলুক এর বিভিন্ন স্থানে রবি ঠাকুরের প্রয়াণ দিবস বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষে থেকে স্মরণ করে।
বিশিষ্ট শিক্ষাবিদ ও পূর্ব মেদিনীপুর জেলার এ বি টি এর অন্যতম নেতৃত্ব তাপস রাজ পন্ডিতের স্মরণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার কোলাঘাট কেটিপিপি হাইস্কুলে। স্মরণ সভায় প্রয়াত তাপস রাজ পন্ডিতের সুদীর্ঘ শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত, পার্থ প্রতিম মন্ডল, অতিথি শিক্ষক সুকুমার মাইতি, ঘনশ্যাম বর্মন, গোপাল সর্দার প্রমুখ।