Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন" অতৃপ্ত প্রেম "✍️শুভ(শুভাশীষ)     ২৯.০৭.২০২৩কিছু আশা ভালোবাসা হৃদয়ে থাক গাঁথা,,,,কিছু ব্যথা বিরহের কথাভরুক কবিতার পাতা।
আকাশের মত আছে বুকপাষাণের মত যত দুখ,,,,ছাই চাপা আগুনের মত জ্বলে সদা ধুক ধুক।
বেদন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

" অতৃপ্ত প্রেম "

✍️শুভ(শুভাশীষ)

     ২৯.০৭.২০২৩

কিছু আশা ভালোবাসা 

হৃদয়ে থাক গাঁথা,,,,

কিছু ব্যথা বিরহের কথা

ভরুক কবিতার পাতা।


আকাশের মত আছে বুক

পাষাণের মত যত দুখ,,,,

ছাই চাপা আগুনের মত 

জ্বলে সদা ধুক ধুক।


বেদনার অশ্রু ভরা জ্বলে 

না জানা কত কথা বলে,,,

ভেজা ওই বালিশে কোলে

কেন তবু হিসাব না মেলে।


এ জীবনে হৃদয় তো দিলেনা,

দিলে শুধু ক্ষতের দাগ!

অনুভবে কেবলই বুঝেতে চাই

সেকি সোহাগ না অনুরাগ?


কবির কথায়,ছবির ভাষায় 

ব্যাকুল হয় কেবলই এ মন,

প্রেমের পরশ জাগায় হরষ 

আকুল হয় অতৃপ্ত এ জীবন।

         

এইটুকু আশা,শুধু ভালোবাসা

বেঁচে থাক হৃদ স্পন্দনে, 

ওতেই তৃপ্তি,জীবনের সমাপ্তি

ঘটবে স্বপ্নের মধুর মিলনে।