Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা তুমি- কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

🙏স্বাধীনতা তুমি 🙏কলমে,, মিঠু ভট্টাচাৰ্য🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳স্বাধীনতা তুমি, রবিকবির কবিতা নজরুলের সাম্যবাদের গান,,স্বাধীনতা তুমি কৃষকের বাঁশি মজুরের ঐকতান।স্বাধীনতা তুমি, মায়ের মমতা শিশুর আনন্দ কলরব,,স্বাধীনতা তুমি যৌবন…


 🙏স্বাধীনতা তুমি 🙏

কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

স্বাধীনতা তুমি, রবিকবির কবিতা নজরুলের সাম্যবাদের গান,,

স্বাধীনতা তুমি কৃষকের বাঁশি মজুরের ঐকতান।

স্বাধীনতা তুমি, মায়ের মমতা শিশুর আনন্দ কলরব,,

স্বাধীনতা তুমি যৌবনের প্রেম বার্ধক্য র প্রশান্তি গৌরব।

স্বাধীনতা তুমি দেশের মাটি নদীর ধারা পাখির কুহুতান ,

স্বাধীনতা তুমি তিরঙ্গার প্রতি রঙেতে মহীয়ান।

স্বাধীনতা তুমি শহীদ ভাইয়ের বিধবার বুকের ব্যাথা,

স্বাধীনতা তুমি শহীদ জননীর বুকফাতা আকুলতা।

স্বাধীনতা তুমি পথ শিশুদের ক্ষুধা, নারীর মান,

স্বাধীনতা তুমি জাতির শিক্ষা স্বাস্থ্য সম্পদে বলিয়ান।

স্বাধীনতা তুমি সুরক্ষা কবচ অতন্দ্র প্রহরী হয়ে,

স্বাধীনতা তুমি দাও ক্ষুধান্ন সকলের ঘরে গিয়ে।

স্বাধীনতা তুমি,সততা নীতিকথা মূল্যবোধের মালা,

স্বাধীনতা তুমি ঘুচাও দুর্নীতি অরাজকতার জ্বালা।

এতটি বছর পর ও কেন নিরন্ন গৃহহীন শিক্ষাহীন,

এতটি বছর পর ও কেন নারী নির্যাতন মানুষ বাক্যহীন।

অনেক প্রশ্ন তোমার কাছে  করি আমি অন্তহীন,

সত্যি করে বলো তো আমরা হয়েছি কী স্বাধীন???

🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳