সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম_মনের আঁতুড়ঘরকলমে# তৃপ্তি রায়চৌধুরী০৪/০৮/২০২৩
ব্যস্ত মনের আঁতুড়ঘরে খুব সন্তর্পণে ভূমিষ্ঠ হল একাকীত্ব। নিজেরই ঔরসে মন যে তাকে কখন জন্ম দিল, তা সে নিজেও জানেনা। ধীরে ধীরে বেড়ে উঠলো সেই একাকী সত্তা। এবা…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম_মনের আঁতুড়ঘর
কলমে# তৃপ্তি রায়চৌধুরী
০৪/০৮/২০২৩
ব্যস্ত মনের আঁতুড়ঘরে খুব সন্তর্পণে ভূমিষ্ঠ হল একাকীত্ব।
নিজেরই ঔরসে মন যে তাকে কখন জন্ম দিল, তা সে নিজেও জানেনা।
ধীরে ধীরে বেড়ে উঠলো সেই একাকী সত্তা।
এবার সে মনকে যেন চুপি চুপি বলতে চাইলো,
"আমি তো আছি। আমি ই ভরিয়ে দেবো তোমার সমস্ত শূণ্যতা। "
বড্ড আপন সেই সত্তাটি, মনকে দিল নতুন অস্তিত্ব, একটা নতুন জগতের সন্ধান।
জন্মদাত্রী মন, খুঁজে চলে একটি নিভৃত কোণ।
যেখানে সে তার নতুন সত্তাকে, সবার অলক্ষ্যে করে নেবে আরো আপন।
গভীর রাতের কোলে জন্ম নিয়েছিল নিস্তব্ধতা।
সে যেন, একাকীত্বের মত সাথীকেই
খুঁজেছিল এতদিন।
মনের মত সাথী পেয়ে আষ্টেপৃষ্ঠে ধরলো জড়িয়ে।
উজাড় করে দিল একে অপরকে,
সমস্ত ব্যথার অনুভূতি।
মনের চিন্তা লাঘব হল অনেকটা।
তার একাকীত্ব কে, সে পরম নিশ্চিন্তে সঁপে দিল নিস্তব্ধতার হাতে।
একাকীত্বের বুকে জ্বলা আগুনে,
যেন শান্তির বারি ঢেলে দিল
গভীর রাতের নিস্তব্ধতা।
___________