#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগঃকবিতা#শিরোনামঃএখনো_আদিম#✍️✍️✍️©️কানন পটুয়া#তারিখঃ০৩_০৮_২০২৩
নগ্ন রাস্তা,স্বঘোষিত আধিপত্যে ওড়ে আস্ফালন।ক্রমশ ভেন্টিলেশনে জীবন খোঁজে সভ্যতার গরিমা।গরিষ্ঠতাই এখনো সত্যের সংজ্ঞা নির্ধারক।অধিকার, শুধুই অভিধ…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#বিভাগঃকবিতা
#শিরোনামঃএখনো_আদিম
#✍️✍️✍️©️কানন পটুয়া
#তারিখঃ০৩_০৮_২০২৩
নগ্ন রাস্তা,স্বঘোষিত আধিপত্যে ওড়ে আস্ফালন।
ক্রমশ ভেন্টিলেশনে জীবন খোঁজে সভ্যতার গরিমা।
গরিষ্ঠতাই এখনো সত্যের সংজ্ঞা নির্ধারক।
অধিকার, শুধুই অভিধানে মুখ লুকায়।
ভিক্ষায়,ভর্তুকিতে চড়া সুদে বন্ধকী মেরুদন্ড।
তবু ভীড় হতে একটি দুটি স্ফুলিঙ্গ কখনো জ্বলে ওঠে,
নিভে যায় তারা,অথবা নিভিয়ে দেওয়া হয়,
কারণ,জানলে বেশি,কেউ আর শুনবেনা মনের বাত।
সৌহার্দ্যের সর্বাঙ্গ নীল, ঘৃণার বিষক্রিয়ায়,
মনুষ্যত্ব গৌন,পরিচিতির মাপক জাতি বা গোষ্ঠী।
আদিম প্রবৃত্তি প্রবাহিত হয়ে চলে যুগ হতে যুগে,
সমান্তরাল পাশবিকতা,রক্তে,বীর্যে,জিনে।
একই গল্প,শুধু চরিত্ররা নতুন নতুন।
কলঙ্কিনী রাই,অগ্নি পরীক্ষিতা সীতা।
দ্রৌপদী ও ইভেরা যুগে যুগে লাঞ্ছিতা,বিবস্ত্রা।
আদমেরা তাই বুঝি আজও আদিম রয়ে গেল।