পদ্য কবিতা।বিষয়: বর্ষায় প্রকৃতির রূপ।শিরোনাম: রূপসী বর্ষা।কলমে: কল্পনা মজুমদার।তারিখ: ৩০/ ৭/২০২৩
হেরি এ দু'নয়নে রূপসী বর্ষা অপরূপ রূপ তোমার আষাঢ় শ্রাবণে।সৃষ্টি সুখের উল্লাসে অনন্যা রূপের বন্যা তুমি এই ভুবনে।ঝিরঝিরে বর্ষায়…
পদ্য কবিতা।
বিষয়: বর্ষায় প্রকৃতির রূপ।
শিরোনাম: রূপসী বর্ষা।
কলমে: কল্পনা মজুমদার।
তারিখ: ৩০/ ৭/২০২৩
হেরি এ দু'নয়নে রূপসী বর্ষা অপরূপ রূপ তোমার আষাঢ় শ্রাবণে।
সৃষ্টি সুখের উল্লাসে অনন্যা রূপের বন্যা তুমি এই ভুবনে।
ঝিরঝিরে বর্ষায় সবুজ ধানের ক্ষেত দোল খেয়ে যায় মৃদু সমীরণে।
ময়ূর ময়ূরী নৃত্য করে শিহরণ তোলে মানব হৃদয় মনে।
কদম কেতকী চামেলী হাসনাহেনা সৌরভে আমোদিত করে জুড়ায় হৃদয়।
রাজহংস দীঘির জলে জলকেলি করে শিহরণ তোলে পদ্ম পাতায়।
মাছরাঙ্গা গাছের ডালে ওত পেতে মাছ তুলে নেয় বাদল ধারায়।
বারি বর্ষণে পূর্ণ দিঘির জলে শাপলা ফুলের বাহার দেখে নয়ন জুড়ায়।
সাঁঝেরবেলা জোনাকি এসে জ্বালায় আলো বনবীথির কোলে।
মিটিমিটি আলোর খেলায় ঝি ঝি রবে গানের সুর তোলে।
ঘ্যানর ঘ্যানর ডাকে পুকুর পাড়ে নাচন দেখি সোনা ব্যাঙের।
অপরূপ সুরে লহরী তুলে বাদল ধারা মন রাঙ্গিয়ে দেয় মোদের।
দীঘির পদ্ম পাতায় ঘেরা পদ্ম ফুলের মোহিত রূপ জুড়ায় নয়ন।
ফুল বাগানে রংবেরঙের অলি মধু খেয়ে ঘটায় পরাগ মিলন।
কদম ফুল ঝোরে পড়ে গাছের তলে কোমল শয্যা বিছায়।
নয়নাভিরাম রূপের ছটায় কবি মানস উতলা হয় বর্ষা সুন্দরীর বন্দনায়।
কাশফুলে মৃদু সমীরণে হিল্লোল বয়ে যায় উপচে পড়া নদী কুলে।
কিশোর কিশোরী কাশবনে বারিধারায় ভিজে লুকোচুরি খেলে সব ভুলে।
ঝিরঝিরে বর্ষায় তরী বেয়ে তরণী ভাটিয়ালি গান গেয়ে যায় উচ্চ স্বরে।
বিহঙ্গম মনের সুখে দলবেঁধে পাখা মেলে আকাশময় বেড়ায় উড়ে।
বর্ষা সুন্দরীর এমন রূপে বাহার বিশ্ব খুঁজে পাবে কি তুমি?
ফুলে ফলে ফসলে পূর্ণ মোদের বর্ষা রানীর কৃপায় রূপসী বঙ্গভূমি।