#সৃষ্টি_সাহিত্য_যাপনশিরোনাম - জাগাও তোমার শক্তিকলমে - মৃন্ময় সমাদ্দারতারিখ - ৩১/০৭/২০২৩
নারী, তুমি কি আজ সত্যিই সুরক্ষিত ?তাহলে, তোমার ওপর কেন সর্বগ্রাসী থাবা? তুমি তো বলেছিলে উইমেন্স লিবতাহলে, কেন আজ নিজেই পর্দার আড়ালে? না…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
শিরোনাম - জাগাও তোমার শক্তি
কলমে - মৃন্ময় সমাদ্দার
তারিখ - ৩১/০৭/২০২৩
নারী, তুমি কি আজ সত্যিই সুরক্ষিত ?
তাহলে, তোমার ওপর কেন সর্বগ্রাসী থাবা?
তুমি তো বলেছিলে উইমেন্স লিব
তাহলে, কেন আজ নিজেই পর্দার আড়ালে?
নারী, তুমি নিজেই তো শক্তির আধার
তাহলে, তোমার ওপরে কেন হয় নির্যাতন?
বিবস্ত্র কেন তুমি ? কেন তুমি শৃঙ্খলাবদ্ধ ?
কোন্ দিন হবে তোমার শক্তির উদয় ?
মনিপুর , বাংলা , রাজস্থান , উত্তরপ্রদেশ
আজ নারীরা নেই নিরাপদ ।
রাস্তাঘাটে বাসে ট্রামে কেন হও লাঞ্ছিত ?
শক্তির আধার আজ, শক্তিহীনা হলে কেন বলতো?
পশু শক্তির উত্থান দাও না দমিয়ে -
তোমার শক্তিকে কে রুখবে বলো ?
ঝাসির রানী হয়ে জ্বলো ;
চন্ডিরূপে জ্বালো গো আলো।
তোমার শক্তি তো তুমি নিজে -
যুগে যুগে যারা করেছে লাঞ্ছিত ।
দিয়েছো তুমি তাদের যোগ্য জবাব ,
আজও তাই জেগে ওঠো গো নারী ।।