Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
অযাচিত-যৌবন এসে যায়
ডা.শামস রহমান ১৬ শ্রাবণ'১৪৩০;ইং ৩১/০৭/২৩
একটি প্রেম ছুঁয়ে যায়নি এযাবৎ ওর মাথার কী ঠিক আছেওকে পাগল না আস্ত রামছাগল বলব, বিয়ে হয়না আজকাল বেছে!বেটাচ্ছেলের প্রেমে মজে পাড়ার কোন মেয়ে,ঘুরেও দেখে…

 


সৃষ্টি সাহিত্য যাপন


অযাচিত-যৌবন এসে যায়


ডা.শামস রহমান 

১৬ শ্রাবণ'১৪৩০;ইং ৩১/০৭/২৩


একটি প্রেম ছুঁয়ে যায়নি এযাবৎ ওর 

মাথার কী ঠিক আছে

ওকে পাগল না আস্ত রামছাগল বলব, 

বিয়ে হয়না আজকাল বেছে!

বেটাচ্ছেলের প্রেমে মজে পাড়ার কোন 

মেয়ে,ঘুরেও দেখেনি তাকে

নাক উঁচু ঘাড়তেরা ভদ্র গোছের ভীতু,

সাতচড়ে নেই বাক‍্য!


ও আছে গুটিয়ে শামুকের খোলসে 

ইচ্ছে হলে দেয় দেখা 

চন্দ্র-তারা সূর্য ডাকে কাছে আয়,দেখা 

পায়না মহাশয়ের একা?

সেকি প্রেম বাক‍্যটি আদৌ বোঝে,হবে

কারও তরে ধাবমান

যতো নেশা তার বইপত্রে,দেখি চশমায় 

মুহ‍্যমান!


কতো রঙ্গ দেখা যায় দুনিয়ায়,সে তো

সিঙ্গেল পীস জিনিয়াস

কথা বলতে চেয়েছি এড়িয়ে গেছে,বলে

সময় নেই বড় ব‍্যস্ত!

তার মতো থাক আমার কিইবা আসে

যায় কখনো আর ঘাটাইনি

একদিন শুনলাম বাড়ি থেকে পালিয়েছে 

তার খোঁজ নেই বহুদিন!


সিনেমার কোন কাহিনি নয়,দীপুর ঘর 

ছাড়া এক ইতিহাস

ও একা নয় দুজনায় ভেগেছে,সাব্বাস 

এ নাহলে কলির কেষ্ট!

যেমনই হোক ওরা সুখে থাকুক,গালগল্প 

হবে আরো পরে

বিশ্বাস হয়না দিপু এমন করবে,কার মনে 

কী যে ঘুরে?

উত্তম খাসা ভালোবাসায় বদলায়,যার যা

লেখা ভাগ‍্যে

কারও জন‍্য কিছু থাকেনা পড়ে,যৌবন 

ফুল ফোটায় অনুপম বাগে!


-Shams Rahman.