বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুমতি হয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক অঞ্চলে কুলহান্ডা বুথের নির্দল প্রার্থী শিবনাথ সামন্ত ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিল…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুমতি হয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক অঞ্চলে কুলহান্ডা বুথের নির্দল প্রার্থী শিবনাথ সামন্ত ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন । এবারের পঞ্চায়েত নির্বাচনে বৈষ্ণবচক অঞ্চলে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোট ২২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৮টি, বিজেপি ৪টি, সিপিএম ৫টি, জাতীয় কংগ্রেস ১, নির্দল ৩টি আসনে জয় লাভ করে। একজন নির্দল প্রার্থী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫টিতে। এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পঞ্চায়েত কার দখলে যায়। কোলাঘাট ব্লকের বিজেপি নেতা বিশ্বনাথ রাম দাবি করেছে পঞ্চায়েত বোর্ড এবার তাদের হবে। আগামী দিনগুলিতে লক্ষ্য করুন সবই দেখতে পাবে। নির্দল থেকে শুরু করে আরো বেশ কয়েকটি দলের জয়ী প্রার্থীরা বিজেপিতে যোগদান করবে বলে দাবি রেখেছেন। উল্লেখ করা যায় কোলাঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত স্তরের বোর্ড গঠনের ধার্য হয়েছে ৯ ও ১০ই আগস্ট।