সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - নদী ও তরীর ভালোবাসা কলমে - রেশমী ব্যানার্জ্জী তারিখ - ১০.০৭.২০২৩
যদি তুমি হতে নদী আমি হতাম তরী,তোমার বুকে ভেসে ভেসে আমি হতাম দেশান্তরী ৷
নানান ঘাটে নোঙর ফেলেকাটতো সারা বেলা,সন্ধ্যায় বসে দেখতাম আকাশে না…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - নদী ও তরীর ভালোবাসা
কলমে - রেশমী ব্যানার্জ্জী
তারিখ - ১০.০৭.২০২৩
যদি তুমি হতে নদী
আমি হতাম তরী,
তোমার বুকে ভেসে ভেসে
আমি হতাম দেশান্তরী ৷
নানান ঘাটে নোঙর ফেলে
কাটতো সারা বেলা,
সন্ধ্যায় বসে দেখতাম আকাশে
নানা রঙের মেলা ৷
মনের কথা গভীর রাতে
তোমায় আমায় মিলে,
উথাল পাতাল ঢেউয়ের দোলায়
উঠতো মন দুলে ৷
তোমায় আমায় মিলে দিতাম
অনেক দূরে পাড়ি,
হারিয়ে যেতাম মোরা অজানাতে
শহর নগর ছাড়ি ৷
তোমার বুকে থাকতাম সুখে
সারা জীবন ভেসে,
এমনি করে তোমায় আমি
যেতাম ভীষণ ভালোবেসে ৷