Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষা ঋতুকে স্বাগত জানাতে স্কুলে বৃক্ষরোপণ

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলে বর্ষা ঋতুতে স্বাগত জানাতে শুক্রবার স্কুল প্রাঙ্গণে দুই শতাধিক ফল ফুল ও বৃক্ষ জাতীয় ঔষধি গাছ লাগানো হল। এই বৃক্ষ রোপনের আয়োজক পশ্চিম চিল্কার বৃক্ষমিত্র …বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলে বর্ষা ঋতুতে স্বাগত জানাতে শুক্রবার স্কুল প্রাঙ্গণে দুই শতাধিক ফল ফুল ও বৃক্ষ জাতীয় ঔষধি গাছ লাগানো হল। এই বৃক্ষ রোপনের আয়োজক পশ্চিম চিল্কার বৃক্ষমিত্র শচীনন্দন সামন্ত। উল্লেখ্য ১৯৬৮ সাল থেকে বৃক্ষরোপণের মাধ্যমে নিঃস্বার্থভাবে ও নিজে ব্যয় সমাজসেবায় ব্রতী থাকায় ২০০২ সালে ভারত সরকারের বন ও পরিবেশ দপ্তর থেকে বৃক্ষমিত্র পুরস্কারে সম্মানিত হন। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত, অতিথি শিক্ষক সুকুমার মাইতি, ঘনশ্যাম বর্মন, সন্দীপ কুন্ডু সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।