Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআই কে নিয়ে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো শাসক দল তৃণমূল কংগ্রেস। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত

কে দখল করবে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েত, তা নিয়েই ছিলো স্থানীয় মানুষজনদের মধ্যে উৎকন্ঠা। কারন বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল কংগ্রেস ও ১২ টি পেয়েছিলো বিজেপি এবং ১ টি পেয়েছিলো  সিপিআই।বলা …



কে দখল করবে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েত, তা নিয়েই ছিলো স্থানীয় মানুষজনদের মধ্যে উৎকন্ঠা। কারন বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল কংগ্রেস ও ১২ টি পেয়েছিলো বিজেপি এবং ১ টি পেয়েছিলো  সিপিআই।বলা যেতে পারে  সিপিআই প্রার্থী অনুপ মাইতি যাকে সমর্থন করবে সেই দল পাবে পঞ্চায়েত। বিজেপি ও তৃণমূল দুই দলই সিপিআই প্রার্থীর কাছে বারংবারই ছুটে যায় প্রার্থীর কাছে।এর আগে সংবাদমাধ্যমে সিপিআই প্রার্থী জানিয়েছিলেন উপর নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।তবে আজ বুধবার পঞ্চায়েত গঠনের দিনই শেষ হাসি হাসলো শাসক দল তৃণমূল কংগ্রেসই।কারণ সিপিআই প্রার্থী অনুপ মাইতি সমর্থন করলেন তৃণমূলকেই।যারফলে বৃন্দাবনচক অঞ্চল দখলে এলো তৃণমূলের।অনুপ বাবুকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান পদ দেওয়া হয় সুস্মিতা দাসকে।তবে সিপিআই - তৃণমূলের এই সমর্থন নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি।দাবি বহুটাকার মূল্যে বিক্রি হয়েছে সিপিআই প্রার্থী।এককথায় ঘোড়াকেনাবেচায় ভালোই দর ওঠেছে।তবে এই সিপিআই  প্রার্থী যোগদানের পরেই পরমানন্দপুর গ্রামে ক্ষুব্ধ কিছু গ্রামবাসীরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে।