বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটএকসময় দেওয়াল পত্রিকা স্কুল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দরজার ধারেই লক্ষ্য করা যেত। সময়ের পরিবর্তনে দেওয়াল পত্রিকা প্রায় অতীত। অতীতকে আঁকড়ে ধরেই পুনরায় দেওয়াল পত্রিকাকে উজ্জীবিত করার …
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
একসময় দেওয়াল পত্রিকা স্কুল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দরজার ধারেই লক্ষ্য করা যেত। সময়ের পরিবর্তনে দেওয়াল পত্রিকা প্রায় অতীত। অতীতকে আঁকড়ে ধরেই পুনরায় দেওয়াল পত্রিকাকে উজ্জীবিত করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে ৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছাত্র-ছাত্রীদের লেখা এবং আঁকা সোমবার প্রকাশ পেল স্কুলের দোরগোড়ায়। শহীদদের আঁকা ছবি এই পত্রিকায় যেমন ঠাঁই পেয়েছে তেমনি স্বাধীনতার ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাও প্রকাশ পেয়েছে। দেওয়াল পত্রিকা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত , অতিথি শিক্ষক সুকুমার মাইতি, ঘনশ্যাম বর্মন, গোপাল সরদার, সন্দীপ কুন্ডু প্রমূখ শিক্ষক শিক্ষিকারা।