বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়াপশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২৩/২৪ সালের ট্যারিপ অনুযায়ী গৃহস্থ বাণিজ্যিক কৃষি ক্ষুদ্র শিল্প শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুণ, ও ডিসকানেকশন রিকানেক…
বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২৩/২৪ সালের ট্যারিপ অনুযায়ী গৃহস্থ বাণিজ্যিক কৃষি ক্ষুদ্র শিল্প শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুণ, ও ডিসকানেকশন রিকানেকশন চার্জ এক ধাক্কায় একশো টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। ফলস্বরূপ বিভিন্ন জায়গায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন এর পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে সোমবার পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের ম্যানেজারের নিকট চার্জ বৃদ্ধির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখাল। চার্জ বৃদ্ধির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন অসিত রায়। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক, নন্দ মাইতি, বিভূতি সামন্ত প্রমুখ নেতৃত্ব। প্রায় দু ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর দীপঙ্কর বিশ্বাস ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছে।