Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রামপঞ্চায়েত দখল করলো বিজেপি জোট

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘাটিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রামপঞ্চায়েত দখল করলো বিজেপি জোট। নির্দল ও সিপিএম কে সাথে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করলো।মোট আসন ছিলো ১৭ টি। তৃণমূল কংগ্রেসের দখলে আসে ৮ টি,বিজেপি প…

 


অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘাটিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রামপঞ্চায়েত দখল করলো বিজেপি জোট। নির্দল ও সিপিএম কে সাথে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করলো।মোট আসন ছিলো ১৭ টি। তৃণমূল কংগ্রেসের দখলে আসে ৮ টি,বিজেপি পায় ৭ টি,নির্দল ১ টি এবং সিপিএম ১ টি আসন পায়।সিদ্ধা ১ গ্রামপঞ্চায়েতে শেষমেষ নির্দল প্রার্থী নৌরিন সুলতানা কে প্রধান ও বিজেপির উপপ্রধান স্মৃতিধর চক্রবর্তীকে নির্বাচিত করা হয়।


সিপিএমের পক্ষ থেকে নির্দল প্রধানকে সমর্থন করে।সবমিলিয়ে বিজেপি সিপিএম ও নির্দলকে সাথে নিয়েই পঞ্চায়েত দখল করলো। শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাম বাম নির্দল মিলে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত দখল করল।