দেবাঞ্জন দাস,১২ অগাস্ট : মালিক এইচএমডি গ্লোবাল লঞ্চ করল Nokia 130 Music, দীর্ঘমেয়াদি সংযোগ, ব্যাটারির সন্তোষজনক আয়ু এবং ব্যবহারকারীর পক্ষে একগুচ্ছ সুবিধাজনক ফিচারসহ সঙ্গীতপ্রেমীদের জন্য ডিজাইন করা একটি ফোন। Nokia 130 Music আপনার …
দেবাঞ্জন দাস,১২ অগাস্ট : মালিক এইচএমডি গ্লোবাল লঞ্চ করল Nokia 130 Music, দীর্ঘমেয়াদি সংযোগ, ব্যাটারির সন্তোষজনক আয়ু এবং ব্যবহারকারীর পক্ষে একগুচ্ছ সুবিধাজনক ফিচারসহ সঙ্গীতপ্রেমীদের জন্য ডিজাইন করা একটি ফোন। Nokia 130 Music আপনার আদর্শ সঙ্গী হওয়ার, আপনাকে সারাদিন ধরে সকলের সঙ্গে সংযুক্ত রাখার, বিনোদনের মধ্যে রাখার এবং কর্মব্যস্ত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা Nokia 150 চালু করতে পেরেও গর্বিত। এটি একটি প্রিমিয়াম ফিচার ফোন যা মসৃণভাবে আভিজাত্যপূর্ণ ডিজাইনের সঙ্গে টেকসই হওয়ার গ্ল্যামারহীন গুণের সমন্বয় ঘটায়। ফলে আপনার মোবাইল ব্যবহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে।
রবি কুঁওয়র, ভাইস প্রেসিডেন্ট – ইন্ডিয়া অ্যান্ড APAC, এইচএমডি গ্লোবাল: “Nokia 130 Music আর Nokia 150 ফোন দুটো বিশ্বের সামনে আনতে পেরে আমরা উল্লসিত, কারণ এগুলো এমন ফোন যা সত্যিই অন্য সব ফোনের থেকে আলাদা। একেবারে নতুন ডিজাইন ও সমৃদ্ধ মিউজিক ফিচার, বেশিক্ষণ কথা বলার জন্য উন্নততর ব্যাটারি ও ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন সমেত Nokia 130 Music আর Nokia 150 দীর্ঘমেয়াদি সংযোগ এবং স্বাচ্ছন্দ্যের মূর্ত প্রতীক। এই ফোনগুলো আমাদের ক্রেতাদের জীবনকে আরও উন্নত করে এমন নির্ভরযোগ্য ও উদ্ভাবনীমূলক ডিভাইস জোগানোর প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ।”
Nokia 130 Music পাওয়া যাবে তিনটি স্টাইলিশ রঙে – ডার্ক ব্লু, পার্পল ও লাইট গোল্ড। ভারতে এই ফোন পাওয়া যাবে খুচরো বিক্রির দোকানগুলোতে, Nokia(dot)com/phones ওয়েবসাইটে এবং অনলাইন পার্টনার স্টোরগুলিতে। ডার্ক ব্লু ও পার্পল রঙের দাম ১৮৪৯ টাকা আর লাইট গোল্ড রঙের দাম ১৯৪৯ টাকা।
Nokia 150 পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে – চারকোল, সায়ান এবং লাল, মাত্র ২৬৯৯ টাকায়। Nokia 150 একটি প্রিমিয়াম ফিচার ফোনের পক্ষে দামের দিক থেকে ব্যতিক্রমী। এই ক্যাটেগরিতে নতুন মানদণ্ড সৃষ্টি করল।