Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন তবুও পরিবর্তন...কৌশিকী 
তুমি বাজপাখি হতেই পারোযদিও সহজ নয় নিজের আঁচড়ে ক্ষতবিক্ষত হবে জেনো নিশ্চয়
তুমি ঝর্ণার নাম নিতে পারোকিন্তু সহজ নয়উপল খন্ড আঘাত হানবেজেনে রেখো নিশ্চয় । তুমি প্রজাতি হতেই পারোতবু তা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

তবুও পরিবর্তন...

কৌশিকী 


তুমি বাজপাখি হতেই পারো

যদিও সহজ নয় 

নিজের আঁচড়ে ক্ষতবিক্ষত 

হবে জেনো নিশ্চয়


তুমি ঝর্ণার নাম নিতে পারো

কিন্তু সহজ নয়

উপল খন্ড আঘাত হানবে

জেনে রেখো নিশ্চয় । 

  

তুমি প্রজাতি হতেই পারো

তবু তা সহজ নয়

গুটিপোকা রূপ মরণ ঘুম

আচ্ছন্ন করবে নিশ্চয়। 


তুমি নদী বুকে বাঁধ দিতে পারো

সেও সহজ নয়

বার বার নদী আঘাত হানবে

আনবেই কিছু ক্ষয়।


তবে কি ভাবছো 

 ঘেয়েমির বয়ে যাবে সম্পান

সেও কি সহজ,নদী ঢেউ আছে

ঝ ড়ঞ্ঝায় ক্ষয়

কিছুই জীবনে নিশ্চিত নয়

তাহলে কিসের ভয়।


তার চেয়ে ভালো

বাজপাখি হও

ক্ষয় চষে আনো জয়

যেটুকু জীবনী সবটুকু 

নিয়ে সরগম সেধে যাও।।